পাবনায় বিড়ির ওপর আরোপিত শুল্ক কমানোর দাবিতে বিড়ি শ্রমিকদের মানববন্ধন

পাবনা প্রতিনিধি: বিড়ি শিল্প ও শ্রমিক বাঁচাতে শুল্ক কমানোর দাবিতে পাবনায় বিড়ি শ্রমিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১১টায় পাবনা শহরের আব্দুল হামিদ রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়নের সভাপতি মো. হ্যারিক হোসেন, সাধারণ সম্পাদক মো. শামীম ইসলাম, সাংগঠনিক সম্পাদক দুলাল শেখ, বিড়ি শ্রমিক নেতা আলম প্রাং প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, নতুন বাজেটে বিড়ির ওপর অর্পিত মূল্যস্তর ৪ টাকা ও সম্পূরক শুল্ক কমিয়ে সহনীয় পর্যায়ে রাখতে হবে। সিগারেটের ন্যায় বিড়িকে ২০৪০ সাল পর্যন্ত ব্যবসা করার সুযোগ দিতে হবে। বিড়ির ওপর অর্পিত অগ্রিম আয়কর বাতিল করতে হবে। বিড়ি শিল্পকে বিদেশি সিগারেটের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র বন্ধ করতে হবে।

বক্তারা আরও বলেন, বর্তমান করোনা ভাইরাসের কারণে বিড়ি শ্রমিকরা মানবেতর জীবন-যাপন করছে। এসময় বিড়ি শিল্প ও শ্রমিকদের বাঁচাতে আর্থিক প্রণোদনা দাবি করেন বিড়ি মজদুর ইউনিয়নের নেতৃবৃন্দ।

এসময় বিড়ি শ্রমিক নেতৃবৃন্দ বিড়ি শ্রমিকদের মজুরী বৃদ্ধি, বিড়ির উপর শুল্ক কমানো, কমদামী সিগারেট ও বেশী দামী সিগারেটের মূল্য বৃদ্ধি, বিকল্প কর্মসংস্থান তৈরী না করে বিড়ি শিল্পের ক্ষতি বন্ধ, নকল বিড়ির ব্যবসা বন্ধ, ভারতের ন্যায় বিড়ি শিল্পের সুরক্ষা আইন বাস্তবায়ন, করোনা পরিস্থিতিতে শ্রমিকদের আর্থিক প্রণোদনাসহ বিভিন্ন দাবি গণমাধ্যম কর্মীদের কাছে তুলে ধরেন।

মানববন্ধনে বিড়ি শ্রমিক নেতা মো. জনি খাঁ, তুফান মোল্লা, রাকিব প্রাং, আব্দুল মান্নান মোল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পাবনা প্রতিনিধি আর কে আকাশ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.