পাবনায় করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম চলছে

পাবনা প্রতিনিধি: সারাদেশের ন্যায় পাবনায় করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম চলছে। ইন্টারনেটে নিবন্ধন করার মাধ্যমে পাবনা জেনারেল হাসপাতালে ভ্যাকসিন প্রদান বুথে প্রতিদিন টিকা দেয়া হচ্ছে।
হাসপাতালে ভ্যাকসিন প্রদান বুথে পরিদর্শনের সময় সাক্ষাৎকালে ভ্যাকসিন গ্রহণকারী পাবনা ডিসট্রিক্ট কিন্ডারগার্টেন ঔনার’স অ্যাসোসিয়েন পাবনা জেলা শাখার সভাপতি ও সোণামণি কিন্ডারগার্টেন এর অধ্যক্ষ মো. বরকত আলী বলেন, অনেকে ভ্যাকসিন সর্ম্পকে ভ্রান্ত ধারণা প্রচার করছেন, জনসাধারণের মাঝে আতংক তৈরি করছেন।
আজ আমি নিজে ভ্যাকসিন নিয়েছি এবং আমার সোণামণি কিন্ডারগার্টেন এর অন্যান্য শিক্ষকদেরও ভ্যাকসিন নিতে উৎসাহ দিয়েছি। আমার প্রতিষ্ঠানের কয়েকজন শিক্ষক ইতিমধ্যে করোনা ভ্যাকসিন নিয়েছেন এবং অন্যান্যরাও নিবন্ধন করেছেন। এসময় তিনি সকল ভয়-ভীতি দূর করে কোভিডমুক্ত বাংলাদেশ গড়তে নিবন্ধনের মাধ্যমে শিক্ষক ও অভিভাবকসহ সকলের প্রতি করোনা ভ্যাকসিন/টিকা নেয়ার আহ্বান জানান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পাবনা প্রতিনিধি আর কে আকাশ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.