পাবনায় জামায়াতের আমিরসহ ৫ নেতা আটক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: সরকারবিরোধী নাশকতামূলক বৈঠক চলাকালে পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডলসহ পাঁচ শীর্ষ নেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে সরকারবিরোধী লিফলেট ও জেহাদী বইসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানাগেছে।
গতকাল রোববার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে শহরের বাস টার্মিনাল এলাকার দারুল আমান ট্রাস্ট ক্যাম্পাস থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, পাবনা জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবু তালেব মণ্ডল, নায়েবে আমির ও আটঘরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম খান, নায়েবে আমির অধ্যাপক নজরুল ইসলাম, অর্থ সম্পাদক মাওলানা আব্দুস শাকুর ও শ্রমিক কল্যাণ ফেডারেশন পাবনা জেলা সভাপতি অধ্যাপক রেজাউল করিম।
পাবনা জেলা গোয়েন্দা পুলিশের ওসি আব্দুল হান্নান জানান, সরকারবিরোধী ও নাশকতার পরিকল্পনা নিয়ে জামায়াত নেতারা গোপন বৈঠক করছেন, এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাবনার দারুল আমান ট্রাস্টে অভিযান চালিয়ে বৈঠক চলাকালে তাদের আটক করা হয়। এ সময় সরকারবিরোধী লিফলেট, জেহাদীবইসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
এব্যাপারে মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি মো: ময়নুল ইসলাম লাহিড়ী মিন্টু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.