পানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং বেগম জিয়ার মুক্তির দাবীতে নাটোরে বিএনপির মানববন্ধন ও বিক্ষোভ 

নাটোর প্রতিনিধি: পানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে নাটোরে বিএনপির মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকাল ১০টার দিকে শহরের পশ্চিম বাইপাস বেলঘড়িয়া এলাকায় এতিমখানার সামনে বিএনপি নেতা-কর্মীরা ও সমর্থকরা এক মানববন্ধন কর্মসুচি পালন করে। মানববন্ধন শেষে তারা এক বিক্ষোভ মিছিল বের করে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা ফরহাদ আলী দেওয়ান শাহীন, সদর বিএনপি’র আহবায়ক রফিক মাষ্টার, ছাত্রদল নেতা আনাম সহ নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, বর্তমান সরকার জনগনের দূর্ভোগের কথা চিন্তা না করে আবারও পানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির পাঁয়তারা করছে।

যদি এই ঘোষণা থেকে সরকার সরে না আসে তাহ’লে জনগণকে সাথে নিয়ে এই ফ্যাসিবাদি সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলন করা হবে।

একই সাথে তারা বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবী জানান।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.