পাক-আফগান সীমান্তে গোলাগুলি, ২ পাকিস্তানি সেনা নিহত

বিটিসি আন্তর্জাতিক ডেস্কআফগান-পাক সীমান্তে অজ্ঞাত হামলাকারীদের সঙ্গে গুলিবিনিময়ে দুই পাকিস্তানি সেনা নিহত হয়েছে। পাক সামরিক বাহিনীর দাবী, পাল্টা গুলিতে দুই বা তিনজন হামলাকারীও নিহত হয়েছে। তবে তা নিশ্চিত করা যায়নি।
গতকাল রবিবার (২৯ আগস্ট) এখবর জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের বাজাউর জেলায় এ ঘটনা ঘটে। তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর এমন হামলার ঘটনা এই প্রথম ঘটলো। পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে আইন-শৃঙ্খলা পরিস্থিতি দুর্বল থাকা উপজাতি এলাকাগুলোর অন্যতম বাজাউর জেলা। এখানে পাকিস্তানি তালেবানের জঙ্গিসহ বহু জঙ্গিগোষ্ঠীর সদস্যরা নিরাপদ আশ্রয়ে থাকে বলে মনে করা হয়। পাকিস্তানের তালেবান গোষ্ঠীকে সংক্ষেপে টিটিপি বলা হয়।
পাকিস্তান সেনাবাহিনী এ হামলার জন্য কোনো নির্দিষ্ট গোষ্ঠীকে এখনো দায়ী করেনি। এক বিবৃতিতে তারা বলেছে, ‘গোয়েন্দা তথ্য অনুসারে- পাকিস্তানের সেনাদের ওপর হামলার জবাবে চালানো পাল্টা হামলায় ২ থেকে ৩ জন সন্ত্রাসী নিহত হয়েছে এবং আরও ৩ থেকে ৪ জন আহত হয়েছে।’ #

Comments are closed, but trackbacks and pingbacks are open.