ইতালির মিলানে বহুতল ভবনে আগুন

বিটিসি আন্তর্জাতিক ডেস্কইতালির মিলানে গতকাল রবিবার (২৯ আগস্ট) একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দমকলকর্মীরা তিন ঘন্টার মধ্যে আগুন নেভাতে সক্ষম হয়।
বিশ তলা আবাসিক ভবনের মধ্য দিয়ে দ্রুত কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং বাসিন্দাদের তাড়াতাড়ি সরিয়ে নেওয়া হয়।ভবন থেকে কালো ধোঁয়ার একটি বিশাল দাগ উঠেছিল এবং এটি কয়েক মাইল পর্যন্ত দৃশ্যমান ছিল।
এক ঘন্টার মধ্যে পনেরো তলা থেকে আগুন ছড়িয়ে পড়ে, তারপর দ্রুত ভবনের পুরো অংশটি গ্রাস করে। ফায়ার সার্ভিসের বারোটি ইউনিট ও একটি অ্যাম্বুলেন্স প্রায় তিন ঘণ্টা চেষ্টার ফলে আগুন নেভাতে সক্ষম হয়।
মেয়র জিউসেপ সালা বলেছেন যে ‘আহত বা মৃত্যুর কোনও খবর নেই। আমরা নিশ্চিত যে বের হওয়ার সময় ছিল, কিন্তু যতক্ষণ পর্যন্ত আগুন নিয়ন্ত্রনে আসে নেই, আমরা পুরোপুরি নিশ্চিত হতে পারি নেই। প্রায় ২০ জনকে কোনো রকম ঘটনা ছাড়াই সরিয়ে নেওয়া হয়েছে।’ #

Comments are closed, but trackbacks and pingbacks are open.