পাকড়ি ইউনিয়নে ফারুক চৌধুরীর গনসংযোগ
নিজস্ব প্রতিবেদক : আসন্ন সংসদ নির্বাচনে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের নৌকা মনোনীত প্রার্থী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী গণসংযোগ করেছেন। আজ বুধবার বিকাল ৫টার দিকে গোদাগাড়ীর পাকড়ি ইউনিয়নের গৌরীপুর গ্রাম থেকে তিনি গণসংযোগ শুরু করেন। এ সময় তিনি গ্রামের বিভিন্ন মোড়ে মোড়ে সাধারন জনগনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সবার হাতে হাতে তুলে দেন নৌকা প্রতিকের পোস্টার।
গণসংযোগকালে তিনি বলেন, সামাজিক নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আবারো নৌকায় ভোট দিন। নৌকার বিজয় মানেই আপনাদের বিজয়। শেখ হাসিনা আবারো ক্ষমতায় গেলে যারা ভাতার কার্ডের প্রাপ্য তাদের ঘরে ঘরে কাডর্ পৌছে দেওয়া হবে।
সাংসদ আরো বলেন,আগামী ৫ বছরে তানোর-গোদাগাড়ী শহরে পরিনত হবে।৪৭০০ কোটি টাকার প্রকল্পর কাজ হাতে নেওয়া হয়েছে। তা শুধু মাত্র শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই সম্ভব। এসময় তিনি গত এক দশকে বিভিন্ন উন্নয়নমুলক চিত্র ভোটারদের সামনে তুলে ধরেন এবং আগামীতে আরো উন্নয়নের জন্য নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য আবেদন করেন তিনি।
এ সময় রাজশাহী-১ আসনের সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর সঙ্গে ছিলেন জেলা আওয়ামী স্বেচ্ছসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক শরিফ তুহিন, সাবেক সদস্য শামসুল আলম(হিটলার),গোদগাড়ী উপজেলা আওয়ামী লীগ বদিউজ্জামান,সম্পাদক আব্দুর রশিদ, উপজেলা সাবেক যুবলীগ সভাপতি শফিকুল সরকার,পাকড়ি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলালউদ্দিন স্বপনসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
গণসংযোগকালে তারা ‘নৌকা’, নৌকা শ্লোগান তোলেন। শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ।
সংবাদ প্রেরক মোঃ রবিউল ইসলাম খোকন।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.