আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাইবান্ধায় ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন

গাইবান্ধা প্রতিনিধি: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাইবান্ধায় ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে বিজিবি’র সদস্যরা গাইবান্ধায় পৌঁছায়। এরপর থেকে বিজিবি গাইবান্ধার সংসদীয় আসনগুলোর বিভিন্ন এলাকায় টহল শুরু করে।
রিটার্নিং কর্মকর্তা ও গাইবান্ধা জেলা প্রশাসক সেবাষ্টিন রেমা বিজিবি মোতায়েনের বিষয়টি বিটিসি নিউজকে নিশ্চিত করে জানান, নির্বাচনকে ঘিরে জেলার ৫টি সংসদীয় আসনে বিজিবি সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে কর্মরত থাকবেন। আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই বিজিবি সদস্য মাঠে দায়িত্ব পালন করবে।
গাইবান্ধা জেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটানিং কর্মকর্তা মাহাবুবুর রহমান বিটিসি নিউজকে জানান, নির্বাচনে রাজনৈতিক দলসহ সবার শঙ্কা দূর করতেই নির্বাচন কমিশনের নির্দেশে মাঠে বিজিবি নামানো হয়েছে। এছাড়া নির্বাচনের মাঠে অন্যান্য আইনশৃংখলা বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছে। তাদের সঙ্গে সমন্বয় করে বিজিবি সদস্যরাও দায়িত্ব পালন করবে। প্রয়োজনে আরও বিজিবি সদস্য মোতায়েন করা হতে পারে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.