পাকিস্তানে খনি ধসে ১৮ শ্রমিক’র মৃত্যু, নিখোঁজ ২৫

(পাকিস্তানে খনি ধসে ১৮ শ্রমিক’র মৃত্যু, নিখোঁজ ২৫–ছবি: সংগৃহীত)

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে মার্বেল খনিতে পাথর ধসে কমপক্ষে ১৮ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। পাথর ধসের ঘটনায় ২৫ জন এখনো নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

আফগানিস্তান সীমান্তঘেঁষা খায়বার পাখতুনখাওয়া প্রদেশের মোহমান্দ পার্বত্য জেলায় গতকাল সোমবার (০৭ সেপ্টেম্বর) শ্রমিকরা যখন কাজ করছিলেন তখনই এ দুর্ঘটনা ঘটে।

পাথর ধসের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসেছেন উদ্ধারকর্মীরা। আটকে পড়াদের বের করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।

পাকিস্তানের খনিগুলোতে খুবই ঝুঁকি নিয়ে কাজ করে থাকেন শ্রমিকরা। নিরাপত্তাহীনতার কারণে খনিতে নানা দুর্ঘটনায় প্রতি বছর অনেক মানুষ মারা যান।

২০১১ সালে বেলুচিস্তানের সোরেঙ্গে জেলার একটি কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় অন্তত ৪৩ জনের মৃত্যু হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.