পাকিস্তানের কাছে এফ-১৬ জঙ্গিবিমানের যন্ত্রাংশ বিক্রি করবে যুক্তরাষ্ট্র

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের কাছে এফ-১৬ জঙ্গিবিমান সংশ্লিষ্ট যন্ত্রাংশ বিক্রি করতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। অনেক দেনদরবারের পর গত বুধবার মার্কিন সিনেটে এ সংক্রান্ত বিলটি অনুমোদন পায় বলে জানিয়েছে পেন্টাগন।
ইমরান খানের সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর পাকিস্তান এসব সরঞ্জাম পেতে যাচ্ছে।
এফ-১৬ বিমানের সরঞ্জাম বিক্রি সম্পর্কে এক বিবৃতিতে ইউএস ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি বলেছে, সম্ভাব্য এই বিক্রি নিয়ে কংগ্রেসের প্রয়োজনীয় সার্টিফিকেশন দেওয়া হয়েছে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.