পাকিস্তানকে ‘দাঁতভাঙ্গা’ জবাব দেবে মোদি

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: গত বৃহস্পতিবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ গাড়িবোমা হামলায় অন্তত ৪২ জন নিহত হওয়ার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তিনি পাকিস্তানের উদ্দেশে বলেছেন, এ ঘটনার ‘দাঁতভাঙ্গা’ জবাব দেবে ভারত। এদিকে, এ ঘটনার প্রতিবাদে ভারতে নিযুক্ত পাকিস্তানি দূতকে তলব করেছে দিল্লি।

ভারতের সরকার মনে করছে, কাশ্মীরের ওই ভয়াবহ হামলায় পাকিস্তানের সংশ্লিষ্টতা রয়েছে।

গতকাল শুক্রবার এক বিবৃতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তানের উদ্দেশে বলেন, পাকিস্তানকে উপযুক্ত জবাব দেবো আমরা।

ওই বিবৃতি দেওয়ার পরপরই মোদি তার নিরাপত্তা উপদেষ্টাদেরকে বৈঠকে তলব করেছেন বলে জানা গেছে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.