পাইরেসি বন্ধে মাইক্রোসফটের ব্লকচেইন

বিটিসি বিজ্ঞানপ্রযুক্তি ডেস্ক: সম্প্রতি ব্লকচেইন ভিত্তিক বাউন্টি সিস্টেম আর্গাসের বিস্তারিত কার্যক্রম নিয়ে নিবন্ধ প্রকাশ করেছে মাইক্রোসফট। যেখানে এটিকে সফটওয়্যার পাইরেসি বন্ধে অন্যতম স্বচ্ছ নিরাপত্তা ব্যবস্থা হিসাবে আখ্যা দেওয়া হয়েছে।
যেসব গ্রাহক অনলাইন থেকে পাইরেটেড সফটওয়্যার ডাউনলোড করেন তারাও মারাত্মক নিরাপত্তা ঝুঁকিতে থাকেন। গত বছর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, পাইরেটেড সফটওয়্যার ডাউনলোড করার জন্য যেসব ওয়েবসাইট রয়েছে, সেখানে ট্রাফিক বৃদ্ধি পেলে যে কোনো সময় ব্যবহারকারীরা মারাত্মক ম্যালওয়্যার আক্রমণের শিকার হতে পারেন।
যদি ব্যবহারকারীদের তথ্য চুরি হয়, তাহলে সফটওয়্যার, চলচ্চিত্র বা অন্যান্য অনলাইন কনটেন্টের জন্য সাধারণত যে পরিমাণ অর্থ প্রদান করতে হতো, তার থেকে বেশি ব্যয় বহন করতে হতে পারে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.