পাঁচ মাস পর হারের স্বাদ পেল রিয়াল

বিটিসি স্পোর্টস ডেস্ক: লাইপজিগের দাপটে এলোমেলো হয়ে গেল রিয়াল মাদ্রিদ। ঘুরে দাঁড়ানোর আভাস দিলেও প্রতিপক্ষের গতির সঙ্গে পেরে উঠল না কার্লো অ্যানচেলত্তির শিষ্যরা। ফলে পাঁচ মাসের বেশি সময় পর প্রথম হারের স্বাদ পেলো রিয়াল।
মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের ম্যাচটি ৩-২ গোলে জিতেছে জার্মান ক্লাবটি। অবশ্য হেরেও এক ম্যাচ হাতে রেখে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে রিয়াল।
করিম বেনজেমা ও ফেদে ভালভেরদে চোটের কারণে আগে থেকেই দলের বাইরে। আর লুকা মদ্রিচ স্কোয়াডে থাকলেও আগের দিন সরিয়ে নেওয়া হয়। নির্ভরযোগ্য এই তিন খেলোয়াড়ের শূন্যতা দেখা যায় পুরো ম্যাচে।
লাইপজিগের রেড বুল অ্যারেনায় ১৩তম মিনিটে পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষের প্রথম প্রচেষ্টা ঝাঁপিয়ে ঠেকালেও বিপদমুক্ত করতে পারেননি থিবো কোর্তোয়া। ফিরতি বল পেয়ে গোলমুখ থেকে হেডে দলকে এগিয়ে নেন ক্রোয়াট ডিফেন্ডার গাবারদিওল।
১৮তম মিনিটে কর্তোয়াকে পরাস্ত করেন ক্রিস্টোফার এনকুনকু। সতীর্থের শট প্রতিপক্ষের পায়ে লেগে বক্সে পেয়ে যান এনকুনকু। বুলেট গতির শটে বল জালে জড়ান।
বিরতির আগে একটি গোল শোধ করে রিয়াল মাদ্রিদ। মার্কো অ্যাসেনসিওর কাছ থেকে বল পেয়ে হেডে লক্ষ্যভেদ করেন ভিনিসিউস জুনিয়র। এই গোলে ম্যাচের দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার আশা দেখে কার্লো অ্যানচেলত্তির শিষ্যরা।
কিন্তু গোল দেয়ার পরিবর্তে আরও একটি হজম করে সফরকারী দল। যা আসে টিমো ভার্নারের পা থেকে। তার গোলে ৩-১ গোল ব্যবধানে এগিয়ে ম্যাচের জয় প্রায় নিশ্চিত করে লাইপজিগ।
শেষের দিকে চমক দেখাতে চেষ্টা চালায় রিয়াল। তবে খেলার ইনজুরি সময়ে রদ্রিগো পেনাল্টি থেকে বল জালে জড়ালে গোল ব্যবধান কমানো ছাড়া আর কোনো সুবিধা পায়নি রিয়াল।
সমতায় ফেরার আর সময় ছিল না। ফলে পাঁচ মাসের বেশি সময় পর প্রথম হারের স্বাদ নিয়ে মাঠ ছাড়ে আনচেলত্তির দল।
এ হারের পরও রিয়াল মাদ্রিদ শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে, তাও এক ম্যাচ হাতে রেখে। ৫ ম্যাচ শেষে ১০ পয়েন্ট তাদের। ৯ পয়েন্ট নিয়ে এখনও ভাগ্য ঝুলে আছে লাইপজিগের। পরের ম্যাচে তারা জয় না পেলে আর তৃতীয়স্থানে থাকা শাখতার দোনেৎস্ক জিতে গেলে গোল ব্যবধানের হিসাবে বাদ পড়তে পারে লাইপজিগ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.