পাঁচ বছরে ৩ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করবে জাপান

কলকাতা (ভারত) প্রতিনিধি: গতকাল শনিবার দিল্লীতে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি দ্বিপাক্ষিক বৈঠক হয়। বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন আগামীদিনে জাপান ভারতে প্রায় সাড়ে তিন লক্ষ কোটি টাকার বেশী বিনিয়োগ করবে।
মূলত পরিকাঠামোগত ক্ষেত্রে এই বিনিয়োগ করা হবে। জাপানের প্রধানমন্ত্রী আরও বলেন আগামীদিনে যাতে ভারত ও জাপান একযোগে বিভিন্ন বিষয়ে কাজ করতে তার জন্য বিশেষ প্রচেষ্টা করা হবে।
সাম্প্রতিক রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব ভারতের বিনিয়োগে কোনও সমস্যা হবে না বলে নিশ্চিত করেছেন জাপানের প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই ভারতে জাপানের কারিগরি নির্মাণ ও বুলেট ট্রেন প্রকল্পে বিনিয়োগ আছে।
২০১৪ সালে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে যখন ভারত সফরে এসেছিলেন সেই সময় ২ হাজার ৮০০ কোটি ডলারের বিনিয়োগ ঘোষণা করেছিলেন গ্রামাঞ্চলের পরিকাঠামোগত ক্ষেত্রে। সেই প্রকল্পের বাস্তবায়ন ইতিমধ্যেই হয়েছে।এখন আবার নতুন করে দেশে জাপানি বিনিয়োগ আসছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.