পাঁচ কোচিং সেন্টার সিলগাল, ৮ জনের দণ্ড

ঢাকা প্রতিনিধিএবার কোচিং সেন্টারের বিরুদ্ধে আজ রোববার দুপুরে অভিযান শুরু করেছেন ভ্রাম্যমাণ আদালত। আদালতের নির্দেশ ও মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীতে কোচিং চালু রাখার দায়ে দুইটি কোচিং সেন্টারের ৮ জনকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ৫টি কোচিং সেন্টার সিলগালা করা হয়েছে।

অভিভাবকরা বলছেন, স্কুলে ভালো পাঠদানের অভাব ও সিলেবাস শেষ না করায় শিক্ষার্থীদের কোচিং সেন্টারে নিতে বাধ্য হচ্ছেন তারা।

এ নিয়ে আজ রোববার দুপুরে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে অভিযানে মাঠে নামে র‌্যাব সদস্যরা। এসময় ঝিগাতলার চারটি কোচিং সেন্টারের কার্যক্রম চলমান দেখতে পায় র‌্যাব। পরে আর্থিক জরিমানার পাশাপাশি কোচিং সেন্টারগুলো সিলগালা করে ভ্রাম্যমাণ আদালত। আর একই অভিযোগে ফার্মগেটে মবিডিক কোচিং সেন্টারের ৫ জনকে এক মাস করে কারাদণ্ড দেয় আদালত।

এ বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানের লেখাপড়ার মান নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। আর সরকারি নির্দেশ অমান্য করে কাউকে কোচিং সেন্টার চালু রাখতে দেয়া হবে না বলে জানান র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, এই অভিযান পরিচালনা করে দেখলাম যে, আজকে বেশ কিছু কোচিং সেন্টার এই আদেশ অমান্য করে পরিচালনা করছে। আমাদের অভিযান চলবে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.