পশ্চিমবঙ্গে ৩টি ট্রলারসহ ৮৮ বাংলাদেশী জেলে আটক

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: অবৈধভাবে ভারতীয় জলসীমায় ঢুকে পড়ায় তিনটি ট্রলারসহ ৮৮ জন বাংলাদেশী জেলেকে পশ্চিমবঙ্গে আটক করা হয়েছে। রাজ্যটির দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশ তাদের আটক করে।
গত মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) আটকের পর আজ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) তাদের আদালতে হাজির করা হয়েছে।
আটককৃতদের মধ্যে ৫ জন শিশু রয়েছে। তাদেরকে হোমে পাঠানো হয়েছে। বাকি ৮৩ জনকে আজ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। তাদের বিরুদ্ধে বেআইনিভাবে মাছ ধরা ও বিদেশী অনুপ্রবেশ আইনে মামলা রুজু করা হয়েছে।
গত মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ভারতীয় উপকূল রক্ষীবাহিনীর জাহাজ ভারত-বাংলাদেশ জল সীমানার ৩৫ নটিক্যাল মাইল ভেতরে ঝাউখালিতে টহলদারি চালানোর সময় বাংলাদেশী ট্রলারগুলো দেখতে পায়। এরপর তিনটি ট্রলারসহ নৌযানগুলোতে থাকা ৮৮ জন জেলেকে আটক করে উপকূল রক্ষীবাহিনী।
গতকাল বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ওই তিনটি ট্রলারকে আনা হয় ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে। বর্তমানে ওই তিনটি ট্রলার রয়েছে নামখানার ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে।
প্রশাসন সূত্রে জানা গেছে, তিনটি ট্রলারে থাকা ৮৮ জন মৎস্যজীবীর বাড়ি বাংলাদেশের বাঁশখালী, মহেশখালী, কক্সবাজার ও চট্টগ্রাম এলাকায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.