পশ্চিমবঙ্গে ট্রাক টার্মিনালের আড়ালে চাঁদা বন্ধে কঠোর হচ্ছে সরকার

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলোতে ট্রাক টার্মিনালের আড়ালে চাঁদা আদায় বন্ধ করতে কঠোর হচ্ছে রাজ্য সরকার। আজ বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) কলকাতায় প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সীমান্তবর্তী এলাকায় ট্রাকপার্কিং এবং সংশ্লিষ্ট শুল্ক আদায়ের দ্বায়িত্ব কেন্দ্রীয়ভাবে পরিবহন দপ্তরের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন।
জানা গেছে, ট্রাক টার্মিনালগুলো কোথাও বেসরকারি উদ্যোগে এবং কোথাও পৌরসভা পরিচালনার দায়িত্বে আছে।
এ বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, সীমান্তে ট্রাক টার্মিনালে কেউ কেউ টাকা তুলছেন, এতে ব্যক্তির পকেট ভরলেও সরকারের কোষাগারের কোনো উপকার হচ্ছে না। তাই ৭ ফেব্রুয়ারির মধ্যে সীমান্তসংলগ্ন সমস্ত ট্রাক টার্মিনাল পরিবহণ দপ্তর হাতে নিয়ে নেবে।
এসময় মুখ্যসচিব হরি কৃষ্ণ দ্বিবেদী জানান, ট্রাক টার্মিনাল হস্তান্তরের বিষয়ে এরই মধ্যে সাতটি জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করা হয়েছে। কোন কোন জায়গায় পার্কিং তৈরি করা হবে তার জমি চিহ্নিত করা হয়েছে।
অন্যদিকে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী সব দপ্তরের কর্মকর্তাদের দায়িত্ব নিয়ে কাজ করার নির্দেশ দেন।
তিনি বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা নিচের দিকে কাজ ঠেলে দেন এবং বলেন কাজ হয়ে গেছে। এটা চরম অবহেলা। নিজের দপ্তরের কাজের দিকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নজর দিতে হবে। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.