পশ্চিমবঙ্গে চলছে এই মুহূর্তে দুয়ারে সরকার কর্মসূচী

কলকাতা (ভারত) প্রতিনিধি: এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে চলছে দুয়ারে সরকার কর্মসূচী।
প্রসঙ্গত: দুয়ারে সরকার কর্মসূচী পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের পরিকল্পনা।
তিনি চাইছেন রাজ্যের সমস্ত মানুষ সরকারি পরিষেবা সম্বন্ধে জানুক। কি কি পরিষেবা সরকার দিয়ে থাকে বা কিভাবে পরিষেবা গুলি উপভোগ করা যাবে, সে সম্বন্ধে মানুষকে ওয়াকিবহল করাই মুখ্য উদ্দেশ্য এই দুয়ারে সরকার কর্মসূচীর।
মুখ্যমন্ত্রীর আশা এবারের কর্মসূচীতে আরও বেশীকরে মানুষ অংশগ্রহণ করুক। এইজন্য তিনি সরকারি আধিকারিকদের পরিস্কার নির্দেশ দিয়েছেন যাতে কর্মসূচীতে আসা মানুষজন তাৎক্ষণিক পরিষেবা পান।
সমস্ত রকমের সরকারি পরিষেবা তথা গুরুত্বপূর্ণ অনুসন্ধানেরও ব্যবস্থা এখানে রাখা হয়েছে। শুধু তাই নয় যাঁরা খানিক দূরে থাকেন বা কর্মসূচী যেখানে মানুষের বসবাসের থেকে দূরে সেখানে ইতিমধ্যেই ভ্রাম্যমাণ কর্মসূচীর ব্যবস্থা করা হয়েছে।
সংশ্লিষ্ট আধিকারিকদের সেখানে রাখা হয়েছে সমস্যার চটজলদি সমাধান করার জন্য।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.