পলাশবাড়ী পৌরসভার দায়িত্বভার গ্রহন করলেন মেয়র বিপ্লব 

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার দায়িত্বভার গ্রহণ করলেন প্রথম মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব। সাবেক পৌর প্রশাসক আবু বকর প্রধান তাকে এ দায়িত্ব বুঝে দেন।
 আজ সোমবার (১১ জানুয়ারী) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহন অনুষ্ঠিত হয়।
এসময় সাবেক পৌর প্রশাসক ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর প্রধান, বর্তমান মেয়র পত্নী জান্নাতুল ফেরদাউস বিপ্লব, উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি বাবু নির্মল মিত্র, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, পৌর সচিব, পৌর প্রকৌশলী, নব-নির্বাচিত কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরগণ, বিশিষ্ট ব্যবসায়ি রুস্তম আলী, মহদীপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মহিউজ্জামান খোকন প্রমুখ।
দায়িত্ব পাওয়ার পর পৌরসভার কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরগণ পৌরসভার কার্যক্রম পরিচালানা করছেন।
প্রথম দিন দায়িত্ব নিয়ে মেয়র বিভিন্ন কাগজ পত্রে স্বাক্ষর করেন। এছাড়াও পৌরসভার সংশ্লিষ্ট কার্যক্রমের বিষয়ে নব-নির্বাচিত কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরগণ পৌরসভার কর্মকর্তা কর্মচারিদের সাথে মতবিনিময় করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.