পলাশবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান পদে ২১ জনের মনোনয়নপত্র জমা 

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে মোট ২১ জন তাদের  মনোনয়পত্র দাখিল করেছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আজ সোমবার অফিস চলাকালীন সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে প্রার্থীরা তাদের এসব মনোনয়ন জমা দেন।
নির্বাচনের দ্বিতীয় ধাপে ১৮ মার্চ পলাশবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস-চেয়ারম্যান পদে (পুরুষ) ১০ এবং ভাইস-চেয়ারম্যান পদে (মহিলা) ৬ জনসহ মোট ২১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে যারা মনোনয়ন জমা দেন তারা হলেন উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আ.লীগ সহ-সভাপতি  আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ(নৌকা) জাতীয়পার্টি মনোনীত এ্যাড.মমতাজ উদ্দিন(লাঙ্গল) উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন (স্বতন্ত্র),আ.লীগ নেতা ও হোসেনপুর ইউপি চেয়ারম্যান মো.তৌফিকুল আমিন মন্ডল টিটু (স্বতন্ত্র),মো.বজলার রহমান রাজা (স্বতন্ত্র)।
ভাইস-চেয়ারম্যান পদে (পুরুষ)যারা মনোনয়নপত্র জমা দিলেন যারা মো.শেখ তোতা,আশরাফুল ইসলাম,আবু রেজা মো.ফিরোজ কামাল চৌধুরী, সাবেক ভাইস চেয়ারম্যান মো.আলমগীর মন্ডল,এএসএম রফিকুল ইসলাম রিপন,মো.আবুল কালাম আজাদ,শেখ ছামছুজ্জোহা আহম্মেদ হিটু, কে,এম আনিছুর রহমান,
মো.মমিনুল ইসলাম ও মো. হযরত আলী।
ভাইস-চেয়ারম্যান পদে (মহিলা) পদে মনোনয়নপত্র জমা দিলেন চন্দনা রাণী রায়,মোছা.রিক্তা বেগম,মোছা.আনোয়ারা বেগম,বর্তমান ভাইস চেয়ারম্যান মোছা.কোহিনুর আক্তার বানু শিফন, মোছা.শ্যামলী আক্তার ও মোছা. আনোয়ারা বেগম।
উল্লেখ্য,পলাশবাড়ী উপজেলায় ৯ ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৮৮ হাজার ১’শ ৫৯ জন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.