পলাশবাড়ীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন ও ৭ আসামীর ৫ বছর কারাদন্ড 

গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলায় স্ত্রী হত্যার দায়ে স্বামী আব্দুর রশিদকে যাবজ্জীবন কারাদন্ড ও ১লাখ টাকা অর্থদন্ড অনাদায়ে ১বছরের স্বশ্রম কারাদন্ড দিয়েছে গাইবান্ধার অতিরিক্ত জেলা দায়রা জজ, আদালত।

দোষী প্রমাণিত না হওয়ায় অপর ৭ আসামীকে হত্যা মামলা থেকে বেকসুর খালাস দেয়া হয়। তবে হত্যাকান্ড কে আত্মহত্যা বলে ধামাচাপা দেবার অপরাধে ওই সহযোগী ৭ আসামীকে ৫ বছর করে স্বশ্রম কারাদন্ড ও ১০হাজার টাকা অর্থ দন্ড এবং অনাদায়ে ৬ মাসের কারাদন্ড দেয়া হয়েছে।
অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. গোলাম ফারুক আজ বুধবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে এই রায় দেন।
উল্লেখ্য যে, ২০১৬সালে পলাশবাড়ির পশ্চিম গোয়ালপাড়া গ্রামে পারিবারিক কলহের জের ধরে আসামী আব্দুর রশিদ তার স্ত্রীকে হত্যা করেন।রায় ঘোষণার সময় আসামীরা কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.