পলাশবাড়ীতে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন 

গাইবান্ধা প্রতিনিধি:  গাইবান্ধার পলাশবাড়ীতে ৬ষ্ঠ শ্রেণীর স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামীদ্বয়কে গ্রেফতারের দাবীতে আজ সোমবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার মহদীপুর ইউনিয়নের ঠুটিয়াপাকুর বাজারে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থী ও এলাকাবাসী।
এসময় ভিকটিমের বাবা-মা বলেন, আসামীরা আমাদের উপর নানা প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করে আসছে তারা আসামীদের দ্রুত গ্রেফতার করে আইনআমলে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন। পরে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে। মিছিল থেকে আসামীদের বিরুদ্ধে ফাঁসির দাবি জানিয়ে স্লোগান দেন।
উল্লেখ্য যে, ২৮ অক্টোবর দুপুরে উপজেলার মহদীপুর ইউনিয়নের চন্ডিপুর পূর্বপাড়া গ্রামের  মতলুবর রহমানের কন্যা ঠুটিয়াপাকুর আইডিয়াল স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী জান্নাতি জাহান মদিনাকে তার নিজ বাড়ী আসামী প্রতিবেশী হবিবর রহমানের পুত্র আশিক মিয়া (১৬) ও মৃত ইবরা হালাইয়ের পুত্র শাহাদত(৩০) ধর্ষণ করে।
এ ব্যাপারে ধর্ষিতার বাবা মতলুবর রহমান বাদী হয়ে পলাশবাড়ী থানায় একটি মামলা (নং-১৬, তাং-২৯/০৮/২০১৯) দায়ের হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.