পলাশবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) মফিজল হক সরকারের উদ্যোগে মাস্ক বিতরণ 

গাইবান্ধা প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশ ব্যাপী করোনা মোকাবেলায় জনগণের পাশে দাড়ানোর প্রত্যয় নিয়ে কাজ করছেন বীরমুক্তিযোদ্ধা মেজর (অবঃ) মফিজল হক সরকার।
তিনি নিজ উদ্যোগে জেলার পলাশবাড়ী পৌরশহর ও উপজেলার বিভিন্ন সামাজিক পেশাজীবী সংগঠনের মাঝে এবং  সর্বসাধারণের মাঝে মাস্ক বিতরণ করছেন।
আজ সোমবার (০৯ আগস্ট) সকালে এসব মাস্ক বিতরণ করেন। এসময় পলাশবাড়ী কৃষি প্রযুক্তি ইনষ্টিটিউটের অধ্যক্ষ মিজানুর রহমান খান পলাশ, আব্দুল্লাহেল আদিল, বিশ্ব সন্ত্রাস বিরোধী সংগঠনের নেতা জুন্নুরাইন উল্লাস, সাংস্কৃতিক কর্মী রোজিয়া বেগম সহ বিভিন্ন সামাজিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে ১৯২১ সালের ২০শে অগাস্ট “স্বাধীন পলাশবাড়ি ঘোষণার শতবর্ষ” পূর্তি হতে যাচ্ছে। এ উপলক্ষে আজ সকাল ১১টায় বিশ্বসাহিত্য কেন্দ্র পলাশবাড়ি শাখায় ‘স্বাধীন পলাশবাড়ি ঘোষণার শতবর্ষ পূর্তি উদযাপন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা অনুষ্ঠানে অংশ গ্রহন করেন বীরমুক্তিযোদ্ধা মেজর (অবঃ) মফিজল হক সরকার।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.