পলাশবাড়ীতে চালের গুদামে চুরি সংঘটিত : থানায় অভিযোগ দায়ের

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে চালের গুদামে চুরি সংগঠিত। নগদ ৩২ হাজার ৭’শ ৫০ টাকা সহ ৪২ বস্তা চাল চুরির ঘটনায় থানায় অভিযোগ দাখিল।
অভিযোগে জানা যায়, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কোমরপুর রামপুর পুরাতন ইউনিয়ন বোর্ড ঘরের পাশ্বে পাকা রাস্তা সংলগ্ন সাবদিন ভগবতীপুর গ্রামের আব্বাস সরকারের ছেলে আব্দুল মালেক সরকার রশিদের একটি চাতাল ও মিল ভাড়া নিয়ে গোবিন্দগঞ্জ থানাধীন দরবস্ত হোসেনপুরের মৃত প্রফুল্ল চন্দ্র মহন্তের ছেলে মিলন চন্দ্র মহন্ত দীর্ঘদিন থেকে ব্যবসা করে আসছিল। প্রতিদিনের ন্যায় ৩ এপ্রিল সারাদিন ব্যবসা করে রাত ১১.৩০ ঘটিকার সময় গোডাউন বন্ধ করে বাড়ীতে চলে যায়।
গতকাল রবিবার (০৪ এপ্রিল) সকাল ৭টা গোডাউনে এসে গোডাউনের দরজার তালা ভাঙ্গা অবস্থায় দেখতে পায়।
গোডাউনে প্রবেশ করে দেখতে পায় গোডাউনের ভিতরে রাখা ৫০ কেজি ওজনের ৪২ বস্তা চাল মূল্য অনুমান ১ লক্ষ ৯ হাজার ২’শ টাকা ও ক্যাশ বাক্সের ড্রয়ার ভেঙে নগদ ৩২ হাজার ৭’শ ৫০ টাকা ও এবং একটি পানির মোটরসহ কে বা কাহারা গভীর রাতে চুরি করে নিয়ে গিয়েছে।
এব্যাপারে গতকাল রবিবার (০৪ এপ্রিল)ব্যবসায়ী মিলন চন্দ্র মহন্ত বাদী হয়ে পলাশবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.