পলাশবাড়ীতে গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গাইবান্ধা প্রতিনিধি: পলাশবাড়ীতে ২১ আগষ্ট ২০০৪ সালে মাননীয় প্রধানমন্ত্রীকে হত‍্যার উদ্দেশ্যেয় গ্রেনেড হামলা ও হামলায় নিহতদের ম্মরণে আলোচনা সভা একযোগে ৬ ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২১ আগস্ট) উপজেলার হোসেনপুর, বরিশাল, মহদীপুর, পবনাপুর, বেতকাপা ও হরিনাথপুর ইউনিয়নে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পবনাপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক পৌর প্রশাসক আবু বকর প্রধান, বেতকাপা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে হরিতলা সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে আলোচনা সভায় দিনটির তাপর্য‍্য উল্লেখ করে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগ সহ- সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জননেতা আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ‍্যুৎ।
হোসেনপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ইউনিয়ন আওয়ামী লীগ  সভাপতির  সভাপতিত্বে সেখানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ সামিকুল ইসলাম সরকার লিপন, মহদীপুর ইউনিয়ন আওয়ামিলীগের আয়োজনে স্থানীয় ঠুটিয়াপাকুর মাদ্রাসা মাঠে বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখহাসিনাকে হত্যার উদ্দেশ্য বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত শহীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি খন্দকার জান্নাতুন নবী রিপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মহিউজ্জামান খোকনের  সন্ঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি সাইফুলার রহমান তোতা, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল মন্ডল,,যুগ্ন-সাধারন সম্পাদক আজাদুল ইসলাম, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাংগঠনিক সম্পাদক ফিরোজ কবির সুমন,উপজেলা কৃষকলীগ সভাপতি মোহাব্বত জান চৌধুরী,  সাধারন সম্পাদক আমিনুল ইসলাম পাপুল,শ্রমিকলীগের সভাপতি আবুল কালাম আজাদ সাবু,মৎসজীবিলীগের সভাপতি মনিরুজ্জামান সরকার রাসেল ছাড়াও ইউনিয়ন এবং ওয়ার্ডের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে দেশ,জাতি, শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় এবং জনসাধারণের মধ্যে তবারক বিতরণ করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.