পলাশবাড়ীতে কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যানেরর বিরুদ্ধে রিলিফের চাল আত্মসাৎ এর পায়তারা করার অভিযোগ

 

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিন্টুর বিরুদ্ধে ২:৫০০ মে: টন জিআর রিলিফের চাল আত্মসাৎ এর পায়তারা করার অভিযোগ ওঠেছে। তথ্যানুসন্ধানে জানাযায় বিগত শিলাবৃষ্টিতে কিশোরগাড়ী ইউনিয়নের ক্ষতিগ্রস্থ পরিবারকে তাৎক্ষনিক সহায়তা প্রদানের জন্য গাইবান্ধা জেলা প্রশাসনের পক্ষ থেকে কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদের অনুকুলে ২:৫০০ মে:টন চাল বরাদ্দ প্রদান করা হয়।

বরাদ্দ মোতাবেক প্রায় এক মাসের ও বেশি সময় আগে উপজেলা ত্রান শাখা হতে ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিন্টুর অনুকুলে ২;৫০০ মে:টন চালের ডিও প্রদান করা হয়।চেয়ারম্যান ডিও গ্রহন করার পড় ও উক্ত চাল কেন, কি কারনে বিতরন করা হচ্ছে না তা অনেকের কাছে প্রশ্ন বিদ্ধ হয়েছে। তবে উপজেলা ত্রান শাখা হতে উক্ত চাল বিতরনের জন্য একাধিকবার পত্র ইস্যু করা হলেও চেয়ারম্যান রহস্যজনক কারনে চাল বিতরন করছেন না।

এ বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান আমিনুল ইসলাম রিন্টু জানান,আমি খুব ভাল মানুষ।চাল বিতরন করা হয় নি এখন করবো। এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর আলম জানান রিলিফের চাল বিতরনের জন্য বারবার তাগিদ দেওয়া হলে ও চেয়ারম্যান কোন কর্নপাত করছেন না।কেন করছেন না তা বোধগম্য নয়।

জেলা প্রশাসক গৌতমচন্দ্র পাল জানান, বিষয়টি খতিয়ে দেখে ব্যাবস্থা গ্রহন করা হবে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.