পলাশবাড়ীতে এডিপির কাজ  নিম্ন মানের ইট দিয়ে করার সময় উপজেলা ইঞ্জিনিয়ার তা বন্ধ করে দেন

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে বার্ষিক উন্নয়ন সহায়তা তহবিল এডিপি প্রকল্প বাস্তবায়নে অনিয়ম পাওয়ায় উপজেলা প্রকৌশলী তাহাজ্জত হোসেন তা বন্ধ করে দেন।

সরেজমিন তথ্যানুসন্ধানে জানাযায়, উপজেলার সদর ইউনিয়নের অফিসের হাট হইতে জামালপুর কামিম হাজির মাদ্রাসা পর্যন্ত রাস্তায় সিসি করন প্রকল্পের জন্য লক্ষাধিক টাকা বরাদ্দ প্রদান করা হয়। কাজটি স্থানীয় একটি ঠিকাদারী প্রতিষ্ঠানকে দেওয়া হয়।এদিকে উপজেলা প্রকৌশলী এলজিইডি বিভাগকে অবগত না করেই আজ রোববার সকালে নিম্ন মানের ইট দিয়ে কাজ শুরু করে ঠিকাদার।

এদিকে

এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে আজ রোববার ১৬ জুন  দুপুরে প্রকল্প স্থান পরিদর্শনে যায় উপজেলা প্রকৌশলী তাহাজ্জত হোসেন।  এসময় তিনি নিম্ন মানের ইট দিয়ে কাজ করা বন্ধ করে দেন। এবং যে সব ইট দিয়ে রাস্তা কাজ করানো হয়েছে তা তুলে নেওয়ার জন্য সংশ্লিষ্ট ঠিকাদার কে নির্দেশ প্রদান করে প্রকল্প স্থান ত্যাগ করেন।

এদিকে উপজেলা প্রকৌশলীর নিষেধাজ্ঞা অমান্য করে নিম্নমানের ইট দিয়েই ঠিকাদার উক্ত প্রকল্পের কাজ সম্পাদন করেন।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী তাহাজ্জত হোসেন বিটিসি নিউজকে জানান, আগামীকাল আবারো উক্ত প্রকল্প পরিদর্শন করা হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.