পলাশবাড়ীতে আমন ধান ক্রয়ের শুভ উদ্বোধন

গাইবান্ধা প্রতিনিধিঃ  “শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বুধবার (২০ নভেম্বর) পলাশবাড়ী সরকারী খাদ্য গুদামে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। উদয়সাগর গ্রামের কৃষক মীর আলমের ১ মেঃটন আমন ক্রয়ের মধ্য দিয়ে ধান ক্রয়ের উদ্বোধনী করা হয়।
এ বছর প্রথম দফায় ১৫১২ মেঃটন আমন ধান ক্রয়ের বরাদ্দ পাওয়া গেছে। এ ধান সরাসরি কৃষকদের নিকট হতে ক্রয় করা হবে বলে সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা গেছে। ক্রয়মূল্য প্রতি কেজি ধান ২৬ টাকা দরে ক্রয় করা হবে।
কৃষকদের নিকট থেকে আজ ২০ নভেম্বর হতে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ক্রয় কার্যক্রম চলবে। ধান ক্রয়ের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পলাশবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা আজিজুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম সরকার বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার প্রধান বিপ্লব ও আজাদুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন পলাশবাড়ী প্রেসকাব সভাপতি রবিউল হোসেন পাতা, সরকারী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আঃ কাদের বকশী, উপজেলা কৃষকলীগ নেতা আমিনুল ইসলাম পাপুল, খাদ্য পরিদর্শক মিজানুর রহমান, এস.আই মহিদুল ইসলাম, কৃষক মীর আলম, খাদ্য ব্যবসায়ী মনিরুজ্জামান ফুলমিয়া, দীলিপ চন্দ্র সাহা প্রমূখ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.