পলাশবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় মেশিনসহ পাইপ অকেজো করে দেওয়া হয়

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে অবৈধভাবে নদী থেকে মেশিন দিয়ে বালু উত্তোলন করায় মেশিন ও পাইপ অকেজো করে দেওয়া হয়েছে। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম‍্যাজিস্ট্রেট প্রদীপ্ত রায় দীপন এর উপস্থিতিতে সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার  কিশোরগাড়ী ইউনিয়নের করতোয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলন কালে দুটি স্যালো মেশিন ও পাইপ অকেজো করেন ৷
জানাযায়, ওই এলাকার বালু ব‍্যবসায়ী কামাল ও শাফিউল দীর্ঘ দিন থেকে কিশোরগাড়ী ইউনিয়নের বিভিন্ন মানুষের বাড়ী কন্ট্রাক নিয়ে নদী থেকে, কৃষি জমি থেকে, পুকুর থেকে, পাকা রাস্তা, স্কুল, বাঁধের সন্নিকটে থেকে মেশিন দিয়ে বালু উত্তোলন করে ব‍্যবসা করে আসছিল।
এখবর বিভিন্ন গণমাধ্যমে আসার পর উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামানের নির্দেশক্রমে উপজেলা সহকারি কমিশনার ভূমি ও পলাশবাড়ী থানা পুলিশের সহযোগিতায় দুটি মেশিনসহ পাইপ অকেজো করে দেওয়া হয়। বালু উত্তোলনকারী কামালের বাড়ী কিশোৱগাড়ী ইউনিয়নের চকবালা গ্রামের গলদহ পাড়ায় ও শাফিউলের বাড়ী একই ইউনিয়নের তেকানি গ্রামে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.