পর্যটন কেন্দ্রের সরকারী জায়গা হতে কেটে নেয়া সুনামগঞ্জের টেকেরঘাটে লক্ষাধিক টাকার গাছ জব্দ


সুনামগঞ্জ প্রতিনিধি: পর্যটন কেন্দ্রের জন্য অধিগ্রহসকৃত সরকারী খাস খতিয়ান ভুক্ত জায়গা হতে কেটে নেয়া বিভিন্ন প্রজাতীর লক্ষাধিক টাকা মুল্যের গাছ সুনামগঞ্জের তাহিরপুরে পর্যটন কেন্দ্র টেকেরঘাটে জব্দ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার জেলার তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী টেকেরঘাট ও লাকমা এলাকায় থাকা একটি অবৈধ করাত কল হতে এসব গাছ জব্দ করা হয়।

আজ বৃহস্পতিবার তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ’র নির্দেশে সহকারী কমিশনার (ভুমি) সৈয়দ আমজাদ হোসেন এসব গাছ জব্দ করেন।,

উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, উপজেলার টেকেরঘাট থাকা সরকারি খাস খতিয়ানভুক্ত জায়গা হতে অর্জুন, কাঠাল,কদম সহ বিভিন্ন প্রজাতির মুল্যবান কয়েকটি গাছ গোপনে কেঁটে রাতের আঁধারে সরিয়ে নিয়ে যায় একদল দুবৃক্ত। ,

আজ বৃহস্পতিবার বিষয়টি জানতে পেরে ইউএনও’র পদ্মাসন নির্দেশে সহকারী কমিশনার (ভুমি) সরজমিনে গিয়ে ছোট বড় ২১ পিস গাছের টুকরো গাছ জব্দ করেন।,

এর মধ্যে উপজেলার টেকেরঘাটের সরকারী খাঁস খতিয়ানভুক্ত জায়গায় থাকা সাইফুলের বাড়ি, সুভাসের বাড়ি,অনিলের বাড়ি ও পার্শ্ববর্তী লাকমা সীমান্তে থাকা একটি অবৈধ করাত কল হতে এসব কেটে নেয়া গাছের টুকরো জব্দ করা হয়।,

এরপুর্বে টেকেরঘাটে থাকা মৃত রফিকের ছেলে নেয়াখালী জাহাঙ্গীর সরকারী জায়গা হতে অর্ধলক্ষ টাকা মুল্যের জাম গাছ রাতের আধের কেটে নিয়ে বাড়ির আসবাবপত্র তৈরী করায় এবং গাছের ঢালপালা জ্বালানী হিসাবে ব্যবহার করে।

উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার লোকজন ও পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্ধ জানান, মুজিব বর্ষকে সামনে রেখে সুনামগঞ্জ জেলা ও উপজেলা প্রশাসন লক্ষাধিক গাছের চারা রোপনের কাজ চালিয়ে যাচ্ছেন সেক্ষেত্রে টেকেরঘাটে সরকারি জায়গা হতে গোপনে বিভিন্ন প্রজাতীর গাছ কেটে নেয়ার  দৃষ্টতা আমাদেরকে উদ্ভেগ করেছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.