পর্নস্টারদের রুটিরুজিতে টান পড়ছে

বিটিসি নিউজ ডেস্কমিয়া খলিফা, থেকে সানি লিওন বিভিন্ন সময়ে বিভিন্ন অ্যাডাল্ট স্টাররা নিজেদের জাদুতে রাজত্ব করেছেন তাঁদের বিনোদন দুনিয়ায় ৷ এই বিনোদনের সারা বিশ্ব জুড়ে বিপুল চাহিদা ৷ তবে এই চাহিদার ধরণ বদলে যাচ্ছে ৷ যার ফলে পর্নগ্রাফি ফিল্ম শ্যুট করে আগে যে বিশাল পরিমাণ রেভিনিউ পাওয়া যেত তা আর রোজগার হচ্ছে না ফিল্ম নির্মাতাদের ৷ ফলে রুটিরুজিতে টান পড়ছে পর্নস্টারদেরও ৷

 

 

একটি সমীক্ষা অনুযায়ি ১৫ বছর আগে পর্ন ডিভিডি বা ছবি থেকে যে পরিমাণ রোজগার হত এখন সেটা আর নেই ৷ পর্ন দুনিয়াকে সরিয়ে দিয়ে এখন জায়গা করে নিচ্ছে ক্যামিং ৷ ২০১৮ তে সারা বিশ্বে ২০০ কোটি ডলার ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৪০ হাজার কোটি টাকা ৷

এখন জানতে চাইবেন কী এই ক্যামিং আর কী করেই বা জনপ্রিয়তার এই পরিমাণ তুঙ্গে পৌঁছে গেল সেটা ৷ আসলে এখন পাইরেটেড ভিডিও এত পরিমাণে পাওয়া যায় যে যাঁরা অ্যাডাল্ট ফিল্ম ইন্ড্রাস্ট্রিতে কাজ করছেন তাঁদের অরিজিনাল কাজের দাম আর পাওয়া যাচ্ছে না ৷ ফলে তাঁরা ভিডিও ক্যামেরায় নিজেরাই নিজেদেরকে ভিডিও করে ছড়িয়ে দিচ্ছেন। সেইসব ভিডিও আপ করে উপার্জন করছেন বিভিন্ন সাইট থেকে। অ্যাডাল্ট স্টাররা এখন এসব ছাড়াও নানাভাবে রোজগারের পথ বেছে নিয়েছেন ৷

Comments are closed, but trackbacks and pingbacks are open.