ভয়াবহ ভূমিকম্প আলাস্কায়! ৬ ঘণ্টায় ৪০ বারের বেশি কম্পন

বিটিসি নিউজ ডেস্ক: ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠে আলাস্কা। প্রথম কম্পনের ছয় ঘন্টার মধ্যে ৪০ বারের বেশি মাঝারি ও মৃদ্যু কম্পন অনুভূত হয়েছে। আলাস্কা ভূমিকম্প কেন্দ্র এবং ইউএস জিওলজিকাল সার্ভের রিপোর্ট অনুযায়ী, আলাস্কার অ্যাঙ্কারেজে এই ভূমিকম্পে কম্পনের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৭.০ মাত্রা। ভূমিকম্পের উৎসস্থল ভূগর্ভের ৪০.৯ কিলোমিটার গভীরে বলে এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে। আলাস্কার সমস্ত উপকূলবর্তী এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। আলাস্কার এই এলাকায় প্রায় ৪ লক্ষ মানুষ বসবাস করেন।

জানা গেছে, স্থানীয় সময় শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় (বাংলাদেশ সময় শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে) প্রথম কম্পন অনুভূত হয়। এর পরবর্তী ৬ ঘণ্টায় অন্তত ৪০ বার (আফটার শক) মাঝারি ও মৃদু কম্পন অনুভূত হয়েছে।যার মধ্যে সর্বোচ্চটির কম্পনের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৫.৭ মাত্রা, তিনটির তীব্রতা ছিল ৫ মাত্রা এবং দশটির তীব্রতা ছিল ৪ মাত্রার বেশি।

বিবিসি জানিয়েছে, আলাস্কার বিভিন্ন এলাকায় একাধিক বাড়ি এবং সেতু ভেঙে পড়েছে। বেশ কিছু এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.