পর্তুগাল রোনালদোকে পেয়েই জ্বলে উঠলো

 

বিটিসি নিউজ ডেস্ক:রোনালদোর পর্তুগাল বিশ্বকাপের প্রস্তুতি পর্বের শেষ ম্যাচে আলজেরিয়াকে উড়িয়ে দিয়েছে । লিসবনে বৃহস্পতিবার রাতে ৩-০ গোলের জয় পেয়েছে ফের্নান্দো সান্তোসের দল।

গত মাসে তিউনিশিয়ার ও শনিবার বেলজিয়ামের সঙ্গে ড্র করার পর এই জয় পর্তুগালকে কিছুটা হলেও স্বস্তিতে ভাসাবে।
জয়ে ফিরতে মরিয়া পর্তুগাল শুরু থেকেই আক্রমণাত্মক ছিলো। ফলস্বরূপ প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ১৭ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন গনজালো গেদেস। ৩৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রুনো ফের্নান্দেস।
দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে সালহির নৈপুণ্যে গোলবঞ্চিত হন রোনালদো। বাঁ-দিক দিয়ে ডি-বক্সে ঢুকে তার নেওয়া জোরালো শট ঠেকিয়ে দেন গোলরক্ষক। এর দুই মিনিট পরেই ব্যবধান আরো বাড়ান গেদেস।
১৫ জুন স্পেনের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হবে পর্তুগালের। ‘বি’ গ্রুপে বর্তমান ইউরো চ্যাম্পিয়নদের অন্য দুই প্রতিপক্ষ মরক্কো ও ইরান।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.