পরিত্যক্ত ব্যাগে মিলল ২০৭ ভরি সোনার বার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার ফুলবাড়ি সীমান্ত থেকে ২০৭ ভরি সোনার বার উদ্ধার করেছে বিজিবি। উদ্ধার হওয়া সোনার বাজার মূল্য প্রায় ১ কোটি ৫৩ লক্ষ টাকা।
গতকাল বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারী) দিনগত রাতে চুয়াডাঙ্গা বিজিবির একটি বিশেষ টহল দল ফুলবাড়ি এলাকার বুচিতলা থেকে পরিত্যক্ত অবস্থায় সোনার বার উদ্ধার করে।
চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক লেফটেন্ট কর্নেল খালেকুজ্জামান বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, ফুলবাড়ি সীমান্ত দিয়ে ভারতে সোনা পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির একটি বিশেষ টহল দল বুচিতলায় অবস্থান নেয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সেখানে তল্লাশি করে একটি বাজারের ব্যাগ থেকে ছোট-বড় ১১টি সোনার বার উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত সোনার ওজন ২ কেজি ৪শ’ গ্রাম। বাজার মূল্য ১ কোটি ৫৩ লক্ষ টাকার বেশী। বিজিবির সোনা আটকের বিষয়টি ১৮ ঘণ্টার পর প্রেস রিলিজের মাধ্যমে জানানো হয় সংবাদ কর্মীদের।

এ ঘটনায় চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক বাদী হয়ে দর্শনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চুয়াডাঙ্গা প্রতিনিধি মো: মুজাহিদ হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.