পরমাণু অস্ত্র ব্যবহারের চিন্তা করছেন না রাশিয়া : পেসকভ

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার কেউ ইউক্রেন যুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা বিবেচনা করছেন না। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্র পেসকভ পিবিএস’কে এ কথা বলেন। 
ইউক্রেন সংঘাতে তৃতীয় কোন পক্ষ জড়ালে পুতিন পরমাণু অস্ত্র ব্যবহার করবেন-তার আগের দেয়া বিবৃতিতে তিনি এমন পরামর্শ দিয়েছিলেন কিনা সাক্ষাতকারে সে ব্যাপারে জানতে চাইলে পেসকভ বলেন, “না ‘আমি তা মনে করি না। তবে তিনি জোর দিয়ে কোন ধরনের হস্তক্ষেপ না করার কথা বলেন। আর যদি তা করা হয়, তাহলে তা প্রতিহত করতে আমরা সম্ভাব্য সবকিছু করবো। আর যারা তা করতে আসবে তাদের সকলকে চরম মূল্য দিতে হবে।”
সাক্ষাতকারে ক্রেমলিন মুখপাত্র রাশিয়ার পক্ষে এ সংঘাতে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা নাকচ করে দেন। তিনি বলেন, “কেউ পরমাণু অস্ত্র ব্যবহারের চিন্তা করছে না, এমন কি কেউ এটি ধারণার মধ্যেই আনছেন না।”
পেসকভ বলেন, “রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিনের ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সাম্প্রতিক বক্তব্য একেবারে ভীতিকর।”
পেসকভ আরো বলেন, “প্রকৃতপক্ষে পশ্চিমা বিশ্ব রাশিয়ার বিরুদ্ধে একেবারে অর্থনৈতিক যুদ্ধ ঘোষণা করেছে।”
পশ্চিমাদের নিষেধাজ্ঞার বিষয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, “উদ্ভুত নতুন পরিস্থিতিতে আমরা নিজেদের খাপ খাইয়ে নিয়েছি। তবে এমন পরিস্থিতি সৃষ্টি করা একেবারে অবন্ধুসুলভ।” (সূত্র: তাস)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.