পদ্মা নদীতে ডুবে যাওয়ার ২দিন পর নিখোঁজ নারীর লাশ উদ্ধার


লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে পদ্মা নদীতে বাবার জামা-কাপড় কাঁচতে গিয়ে নিখোঁজ হওয়া আমেনা (২৫) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে তাঁর স্বজনরা।
আজ শনিবার সকালে ঈশ্বরদী উপজেলার সাঁড়া ঘাট নামকস্থানে পদ্মা নদীর পানিতে ভাসমান অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়। সে উপজেলার গৌরীপুর গ্রামের হাসেম মোল্লার মেয়ে।
৯ জুন সকালে পদ্মা নদীতে বাবার জামা-কাপড় কাঁচতে গিয়ে আমেনা নিখোঁজ হয়।
ঘটনাস্থলে এসে রাজশাহী ও লালপুর ফায়ার সার্ভিসের ডুবুরী দল অনেক খোঁজাখুঁজি করে তাকে না পাওয়া গেলে উদ্ধার তৎপরতা সমাপ্ত করে চলে যায় ডুবুরী দলের সদস্যরা বলে জানা গেছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালপুর (নাটোরপ্রতিনিধি নাহিদ হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.