পদযাত্রা শেষে নতুন কর্মসূচি দেবে বিএনপি

ঢাকা প্রতিনিধি: জেলা পর্যায়ে পদযাত্রা শেষে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে গুলশানে বিএনপির লিয়াঁজো কমিটির সঙ্গে গণতন্ত্র মঞ্চের বৈঠক শেষে তিনি এ কথা জানান।
এদিন পৌনে ২টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয় চলে ৩টা পর্যন্ত। এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘আমাদের চলমান আন্দোলনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আগামী ২৫ তারিখ আমাদের জেলা পর্যায়ে পদযাত্রা আছে। পরবর্তীতে আমরা কী কর্মসূচি ঘোষণা করবো সেসব বিষয়ে আলোচনা হয়েছে।’
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে নির্বাচন করতে পারবেন না, তবে রাজনীতি করতে পারবেন–আইনমন্ত্রী আনিসুল হকের এমন বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করলে তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি। এ সময় রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কাইয়ুম বলেন, ‘সরকার ইচ্ছা করলে বেগম খালেদা জিয়াকে মামলা থেকে অব্যাহতি দিতে পারে।’
বৈঠকে অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, গণ-অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মোমাসুদ রানা খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.