পঞ্চগড়ে প্রায় সাড়ে ১৪ কোটি টাকা বিদ্যুৎ বিল  বকেয়া

 

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে  নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই লিমিটেড নেসকোর  আওতায় ২০১৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রায় সাড়ে  ১৪  কোটি  টাকা বিদ্যুৎ বিল অনাদায়ে বকেয়া রয়েছে। যার সিংহভাগ রয়েছে বেসরকারী খাতে।

অফিস সুত্রে জানা গেছে,বেসরকারী  খাতে প্রায় ১০ কোটি ৩৭ লক্ষ ৯৯ হাজার ৭ শ ৭ টাকা । সরকারী খাতে ৭৬ লক্ষ ১৮ হাজার ৮ শ ১৩ টাকা ।
স্বায়ত্তশাসিত  ৩ কোটি ২৪ লক্ষ ৯ হাজার ৫ শ  ২২  টাকার বিদ্যুৎ বিল অনাদায়ে বকেয়া রয়েছে ।

বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে  নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই লিমিটেড নেসকোর নানামুখী কৌশল অবলম্বনের পরও বিদ্যুৎ বিলের একটি বড় অংশ বকেয়া রয়ে গেছে।পরিশ্রম দক্ষ  পরিচালনা ও পরিকল্পনায় আগের তুলনায় বর্তমানে বিদ্যুৎ বিলের পরিমান দিন দিন কমে আসছে।

এ ব্যাপারে  বিক্রয় ও বিতরণ বিভাগ নেসকো  পঞ্চগড়ের  নির্বাহী প্রকৌশলী হাসনাত জামান বিটিসি নিউজকে বলেন,আমরা বকেয়া বিদ্যুৎ বিল এর জন্য নিয়মিত লাইন বিচ্ছিন্ন করণ অভিযান,  বিদ্যুৎ বিল গ্রাহকদের উদ্দেশ্য  মাইকিং প্রয়োজনে মামলা দায়ের করা হচ্ছে।
বিদ্যুৎ বিল হাল-নাগাদ করার জন্য চেষ্টা চলছে।  এবং আগামীতে হাল নাগাদে চলে আসবে আশা করছি।#

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসাইন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.