নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হয়েছেন যারা

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী রশিদুল ইসলাম(রশিদ ঠিকাদার) ঘোড়া প্রতীক নিয়ে ২৮ হাজার ৩ শত ৪৩ ভোট পেয়ে বে-সরকারিভাবে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট আনারস প্রতীকে ২৮ হাজার ২ শত ১ ভোট, স্বতন্ত্র প্রার্থী মোঃ মশিয়ার রহমান মটরসাইকেল প্রতীকে ১৫ হাজার ৩ শত ২০ ভোট, স্বতন্ত্র প্রার্থী পতিরাম চন্দ্র রায় চিংড়ি মাছ প্রতীকে ১৩ হাজার ৫ শত ৮৭ ভোট, জাতীয় পার্টি প্রার্থী রাশেদুজ্জামান লাঙ্গল প্রতীকে ৬ হাজার ৯২ ভোট, স্বতন্ত্র প্রার্থী বিপ্লপ কুমার সরকার হেলিকপ্টার প্রতীকে ৩ হাজার ১ শত ৫ ভোট পেয়ে পরাজিত হন।
ভাইস চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী মোঃ মাহবুবর রহমান টিউবওয়েল প্রতীক নিয়ে ২১ হাজার ১ শত ২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ ইসলাম সুরুজ বই প্রতীকে ১৭ হাজার ৮ শত ৯৩ ভোট, স্বতন্ত্র প্রার্থী শ্রী ভূবন চন্দ্র মহন্ত ১৭ হাজার ৮ শত ৮৩ ভোট পেয়ে পরাজিত হন এবং মহিলা ভাইস চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী স্বপ্না খাতুন ফুটবল প্রতীক নিয়ে ৩৬ হাজার ১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রোকসানা পারভীন হাঁস প্রতীকে ২৭ হাজার ৬ শত ২৩ ভোট পেয়ে পরাজিত হন।
উল্লেখ্য, কিশোরগঞ্জ উপজেলার মোট ভোটার সংখ্যা ২১৩৮৬৪, মোট ভোট কেন্দ্র ছিল ৯২টি। লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থীসহ এ নির্বাচনে বিভিন্ন প্রতীকে আরও ৭ জন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নিয়ে মোট ৮ জন, স্বতন্ত্র ভাইস চেয়ারম্যান প্রার্থী ছিল ৭ জন, স্বতন্ত্র মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ছিল ৫ জন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নীলফামারী প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.