পঞ্চগড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। আজ সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টায় পঞ্চগড় পৌর শহরের তুলারডাঙ্গা এলাকায় করতোয়া নদীর ধারে অবস্থিত অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, সারা দেশের ন্যায় পঞ্চগড়েও নদীর ধারে গড়ে ওঠা অবৈধ বসতি ও স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে।

গোলাম রব্বানীর নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমানসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা।

প্রশাসনের উচ্ছেদ অভিযানে ৬০ টি পরিবার বর্তমানে আশ্রয়হীন হয়ে পড়েছে। তবে প্রশাসন ও পৌরসভা বার বার বাড়ি-ঘর সরিয়ে নিতে নোটিশ করেছিল পরিবার গুলোকে।

তবে যাদের জমাজমি নেই তাদেরকে আবাসনের জন্য আবেদন করতে বলেছিল প্রশাসন।

এর আগে গত ১৭ ডিসেম্বর তুলারডাঙ্গা বাঁধের ওই সরকারি খাস জমিতে “সোনার বাংলা” পার্ক নামের একটি বিনোদন কেন্দ্রের নির্মান কাজের উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.