পঞ্চগড়ে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

পঞ্চগড় প্রতিনিধি: দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় পঞ্চগড়ে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রঙিন ফুলকপি ও বেগুনি রংয়ের বাধাকপি চাষ উপলক্ষে বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে বোদা উপজেলার ঝলইশালসিরি ইউনিয়নের ভুল্লিপাড়া এলাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,বোদা উপজেলার আয়োজনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন,কৃষি অধিদপ্তর পঞ্চগড়ের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মো.নঈমুল হুদা সরকার। দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের ডিপিডি মো.রকিবুজ্জামান,ঝলইশালসিরি ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা শিরীন আক্তার, কৃষক বছিরুল ইসলাম।
বোদা উপজেলার কৃষি অফিসার আহমেদ রাশেদ উন নবীর সভাপতিত্বে আর ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা
ইউসুফ আলী মানিক এর সঞ্চালনায় এসময় বিভিন্ন কর্মকর্তা, কৃষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা কৃষক মাঠ দিবসে রঙিন ফুলকপি ও বেগুন রংয়ের বাধাকপির বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসাইন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.