নয়া দিল্লিতে বিলাসবহুল হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৭

বিটিসি আন্তর্জাতিক ডেস্কআজ মঙ্গলবার ভারতের রাজধানী নয়া দিল্লিতে এক বিলাসবহুল হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ১৭ জনের নিহতের খবর পাওয়া গেছে।  এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

প্রত্যক্ষদর্শীদের মোবাইলে ধারণকৃত ভিডিও রেকর্ডে দেখা যায়, পাঁচতলা বিল্ডিং থেকে আগুন ও ধোঁয়া বেরিয়ে ছেয়ে গেছে চতুর্দিক।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে অন্তত ৩৫ জনকে উদ্ধার করে সেখানকার স্থানীয় রাম মনোহর লোহিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। ধোঁয়ায় শ্বাসরোধ হয়েই বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

ভারতের বিলাসবহুল হোটেলে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৭নিহতদের মধ্যে এক শিশু ও নারী আগুন থেকে বাঁচতে হোটেলের জানালা দিয়ে লাফ দিতে গিয়ে মারা যায়। হোটেলটির ৬৫টি কক্ষে অন্তত ১৫০জন ঘুমাচ্ছিলেন।

প্রাথমিক তদন্তে দমকল বাহিনী অনুমান করছে শর্টসার্কিট থেকেই এই আগুন লেগেছে। হোটেলটির প্রায় ৪০টি রুম সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.