নড়াইলে গাছ পড়ে মহাসড়কে ১৭ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ, নারীর মৃত্যু

নড়াইল প্রতিনিধি: ঝড়ের প্রভাবে নড়াইলের মাদরাসা এলাকায় বটগাছ পড়ে ঢাকা-মাওয়া-বেনাপোল মহাসড়কে ১৭ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রীবাহী বাস, অ্যাম্বুলেন্সসহ সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীসাধারণ।
সোমবার (২৪ অক্টোবর) বিকাল ৫টার দিকে গাছটি পড়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন। গাছটি উদ্ধারে অভিযান অনেক দেরিতে শুরু হয় বলে অভিযোগ রয়েছে।
ফায়ার সার্ভিসহ জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার অভিযান চালাচ্ছেন।
নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাসুদ রানা বিটিসি নিউজকে জানান, ঘণ্টাখানেকের মধ্যে গাছ কেটে সড়ক যোগাযোগ স্বাভাবিক করা হবে।
এদিকে, নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরের ভেতরে মেহগনি গাছের ডাল ভেঙ্গে মর্জিনা বেগম (৪০) নামে এক গৃহপরিচালিকার মৃত্যু হয়েছে। মর্জিনা বাগেরহাট সদর উপজেলার অর্জুনবাহার গ্রামের আকুব আলী শেখের মেয়ে।
মর্জিনা তার আট বছরের ছেলেকে নিয়ে লোহাগড়া পৌরসভার রাজুপুর এলাকায় ভাড়া থাকতেন। তিনি অন্যের বাসায় গৃহপরিচালিকার কাজ করতেন।
ভাড়া বাসা থেকে অন্যের বাড়িতে কাজের উদ্দেশ্যে বের হওয়ার সময় এ ঘটনা ঘটনা।
লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজগর আলী বিটিসি নিউজকে বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে মর্জিনার পরিবারকে আর্থিক অনুদানসহ সার্বিক সহোযোগিতা করা হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নড়াইল প্রতিনিধি মো. আকরাম হোসাইন আকমল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.