ঘূর্ণিঝড় সিত্রাং : ভোলায় গাছ চাপায় ৪ জনের মৃত্যু

ভোলা প্রতিনিধি: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব ভোলা জেলার ৭ উপজেলার বিভিন্ন গ্রামে প্রায় দুই শর্তাধিক ঘরবাড়ি দোকানপাট গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। এসময় গাছ চাপায় ভোলা সদর উপজেলা, দৌলতখান, লালমোহন  ও চরফ্যাশন উপজেলায় ৪ জনের মৃত্যু হয়েছে।
এসময় আহত হয়েছেন আরও ১০ জন।
জোয়ারের অস্বাভাবিক পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি, দোকানপাট, ফসলি জমি এবং মাছের ঘের। বিদ্যুৎ বিছিন্নসহ দুর্বল হয়ে পড়েছে নেটওয়ার্ক।
সবচেয়ে বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার মনপুরা ও চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন চরপাতিলা, ঢালচর, চরনিজাম, মুজিবনগর ও কলাতলীচরে।
ভোলা-চরফ্যাশন ও ভোলা-দৌলতখান আঞ্চলিক সড়কে বড় বড় গাছ ভেঙে পড়ায় যানবাহন চলাচলে বিঘ্নের সৃষ্টি হয়েছে।
আজ মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে পরিস্থিতি কিছুটা উন্নতি হলে আশ্রয় কেন্দ্র থেকে নিজ বাড়িতে ফিরতে শুরু করেছে মানুষ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ভোলা প্রতিনিধি মোহাম্মদ এনামুল হক। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.