ন্যূনতম মজুরি নিয়ে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে: বিজিএমইএ

 

ঢাকা প্রতিনিধি: গতকাল সোমবার রাজধানীর কাওরান বাজারে বিজিএমইএ সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে  গার্মেন্টস্ শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে একটি গোষ্ঠী অপপ্রচার ছড়াচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন ‘বিজিএমই’।

গতকাল  বিজিএমইএ  এর সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সংগঠনের এর সভাপতি মো. সিদ্দিকুর রহমান।

পোশাকখাতের ন্যূনতম মজুরি ৫৩০০ টাকা থেকে বাড়িয়ে আট হাজার টাকা করে গত সেপ্টেম্বরে নতুন মজুরি কাঠামো ঘোষণা করে সরকার। এতে ৪০ লাখ শ্রমিক অধ্যুষিত এই খাতে মজুরি বেড়েছে ৫১ শতাংশ।

নতুন মজুরি কাঠামোতে বেসিক চার হাজার ১০০ টাকা; বাড়ি ভাড়া ২০৫০ টাকা; চিকিৎসা ভাতা ৬০০ টাকা; যাতায়াত ভাতা ৩৫০ টাকা; খাদ্য ভাতা ৯০০ টাকা ধরা হয়েছে।

এর আগে ২০১৩ সালে এই খাতে বেতন বাড়ানো হয়েছিল।

সিদ্দিকুর রহমান বলেন, তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা নির্ধারণ করেছে সরকার। মালিক শ্রমিক সব পক্ষ বিষয়টি মেনে নিয়েছে। অথচ কিছু শ্রমিক নেতা, এনজিও ও দুষ্কৃতিকারী বিভ্রান্তিকর তথ্য দিয়ে শ্রমিকদের বিভ্রান্ত করতে চাচ্ছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শ্রমিক নেতা আমিরুল হক আমিন, বিজিএমইএর সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, সহ-সভাপতি মাহমুদ হাসান খান ও মঈনুদ্দিন আহমেদ।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.