ন্যাটো মিত্রদের শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের সৈন্যরা পোল্যান্ডে

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া প্রতিবেশী দেশ ইউক্রেন আক্রমণ করতে পারে এমন আশঙ্কার মধ্যে, পূর্ব ইউরোপে ন্যাটো মিত্রদের শক্তিশালী করতে গতকাল শনিবার (০৫ ফেব্রুয়ারি) প্রথম দফায় আমেরিকান সৈন্য পোল্যান্ডে পৌঁছেছে।
একটি পোলিশ সামরিক বাহিনী ঘোষণা করেছে যে, “যেমনটি ঘোষণা করা হয়েছে, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ৮২ তম এয়ারবর্ন ডিভিশন থেকে ব্রিগেড যুদ্ধ গ্রুপের প্রথম সৈন্যরা পোল্যান্ডে পৌঁছেছে।”
প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার ইউক্রেনের সাথে সীমান্তের কাছে, দক্ষিণ-পূর্ব পোল্যান্ডের রেজেসো সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সেনাদের মোতায়েনের নির্দেশ দেওয়ার পর ১,৭০০ সেনা সেখানে পৌঁছেছে। ২০১৭ সাল থেকে যুক্তরাষ্ট্রের প্রায় ৪,০০০ সৈন্য পোল্যান্ডে অবস্থান করছে।
বাইডেন রোমানিয়া এবং জার্মানিতে সৈন্য পাঠানোরও নির্দেশ দিয়েছেন। তাতে মোট অতিরিক্ত সৈন্য সংখ্যা প্রায় ৩০০০-এ উন্নীত হলো।
যুক্তরাষ্ট্রের সেনা সূত্র এর আগে বলেছে যে, প্রাথমিকভাবে ৮২ তম এয়ারবর্ন ডিভিশনের প্রায় ১৭০০ সেনা সদস্যকে পরবর্তী দিনগুলিতে ফোর্ট ব্র্যাগ, নর্থ ক্যারোলিনা থেকে পোল্যান্ডে মোতায়েন করা হবে “।”
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ইউরোপীয় কমান্ড বলেছে, যুক্তরাষ্ট্রের ১৮তম এয়ারবর্ন কোরের সৈন্যরা শুক্রবার জার্মানির উয়াইসবাডেনে পৌঁছেছে। আরো বলা হয়েছে যে, ১৭০০ প্যারাট্রুপারকে পোল্যান্ডে মোতায়েন করার নির্দেশ দেওয়া হয়েছে তাদের সহযোগিতা করার জন্য যুক্তরাষ্ট্র জার্মানিতে একটি সদর দপ্তর স্থাপন করবে।
যুক্তরাষ্ট্র প্রয়োজনবোধে ইউরোপে আরো ৮৫০০ সেনা মোতায়েন করার লক্ষ্যে জানুয়ারি থেকে তাদের উচ্চ সতর্কতামূলক অবস্থায় প্রস্তুত রেখেছে। তারা এখনও উচ্চ সতর্কতা অবলম্বন করছে এবং ন্যাটো প্রতিরক্ষা মন্ত্রীরা ১৬ থেকে ১৭ ফেব্রুয়ারিতে তাদের পরবর্তী বৈঠকে আরও সৈন্য মোতায়েন করার বিষয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। (সূত্র: ভয়েস অব আমেরিকা)। # 

Comments are closed, but trackbacks and pingbacks are open.