নৌ-শ্রমিকদের ধর্মঘট: সিরাজগঞ্জে বাঘাবাড়ি বন্দরে মালামাল উঠা-নামা বন্ধ

সিরাজগঞ্জ প্রতিনিধি: ১০ দফা দাবিতে নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে অনির্দিষ্ট কালের ধর্মঘটে সিরাজগঞ্জের বাঘাবাড়ি নৌবন্দরে জাহাজ থেকে সরবরাহ বন্ধ রয়েছে।
এ ধর্মঘটের ফলে আজ রবিবার (২৭ নভেম্বর) সকাল থেকে পণ্যবাহী জাহাজ থেকে কোন মালামাল উঠা-নামা করেনি।
বাঘাবাড়ি নৌ-বন্দর কর্তৃপক্ষ ও আন্দোলনকারীরা জানান, নৌযান শ্রমিকদের ডাকা ধর্মঘটের জন্য কোন মালবাহী জাহাজ আসা-যাওয়া করেনি। বর্তমানে সার, ক্লিংকার, জ্বালানি তেল ও অন্যান্য মালামালবাহী প্রায় ৭২টি জাহাজ বন্দরে অবস্থান করলেও মাল আনলোড বন্দ রয়েছে।
একই কারণে পদ্মা, মেঘনা, যমুনা অয়েল কোম্পানীর জ্বালানি তেলবাহী জাহাজ থেকেও তেল আনলোড বন্ধ রয়েছে।
ধর্মঘটের কারণে সার, ক্লিংকার ও কয়লাবাহী জাহাজ বন্দরে থাকালেও নৌযান শ্রমিকেরা মাল জাহাজ হতে নামাতে না দেয়ায় বন্দরের প্রায় ৭ শতাধিক শ্রমিক বেকার হয়ে পড়েছেন। এছাড়া উত্তরবঙ্গের ১৬ জেলায় এসব পণ্য সরবরাহ না হওয়ায় কৃত্তিম সংকট দেখা দেবার আশঙ্কা করছে ব্যবসায়ীরা।
এ বিষয়ে আন্দোলনকারী সংগঠনের সদস্য ও বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল ওয়াহাব আলী মাস্টার বিটিসি নিউজকে জানান, “যৌক্তিক দাবি অবশ্যই সরকারকে মানতে হবে। শ্রমিকদের দাবি মেনে না নেয়া পর্যন্ত এ ধর্মঘটে অবিচল থাকবো আমরা।”
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সিরাজগঞ্জ প্রতিনিধি মোসুলতান হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.