নৌকার প্রার্থী বাদশার পক্ষে মেয়র লিটনের নেতৃত্বে বিশাল মিছিল

:লীগ প্রতিবেদকরাজশাহী-২ সদর আসনের মহাজোটের প্রার্থী ফজলে হোসেন বাদশার নৌকা প্রতীকের পক্ষে মহানগরীতে ১৪ দল রাজশাহীর সমন্বয়ক, মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে বিশাল নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় প্রচার মিছিল ছাড়াও প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে নির্বাচনী প্রচার মিছিল করা হয়েছে।

জানা গেছে, আজ বৃহস্পতিবার বিকেলে নগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট বড় মসজিদ চত্বর থেকে মহানগরীতে ১৪ দল রাজশাহীর সমন্বয়ক, মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে নির্বাচনী প্রচার মিছিল শুরু হয়। এতে নৌকার প্রার্থী ফজলে হোসেন বাদশাও উপস্থিত ছিলেন। মিছিলটি মসজিদ চত্বর থেকে শুরু হয়ে নগরীর আরডিএ মার্কেটের সামনে দিয়ে মনিচত্বর হয়ে সোনাদীঘির মোড় ঘুরে মালোপাড়া হয়ে মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী, প্রার্থী বাদশা পত্নী অধ্যাপিকা তসলিমা খাতুন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মীর ইকবাল, সহ-সভাপতি মো. আলী কামাল, যুগ্ম সম্পাদক মোস্তাক হোসেন, নাইমুল হুদা রানা, সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সমুন, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল সরকার, ২২ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ, বোয়ালিয়া থানা আওয়ামী লীগের (পূর্ব) সভাপতি আতিকুর রহমান কালু, সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, মহানগর তাঁতী লীগের সভাপতি আনিসুর রহমান আনার, মহানগর ওয়ার্কাস পার্টির সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু, মহানগর জাসদের সভাপতি প্রদীব মৃধা, সাধারণ সম্পাদক শিবলী, বাংলাদেশে জাসদের সভাপতি হিটলার, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক।

মিছিলের আগে বড় মসজিদ চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, আগামী ৩০ ডিসেম্বর রাজশাহীসহ সারাদেশে নৌকা মার্কায় বিজয় ইনশাল্লাহ হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে যে লক্ষ্যে নিয়ে যাচ্ছেন, তার আর কিছু কাজ বাকি আছে। অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য শেখ হাসিনাকে আরো কিছু সময় দরকার। ইনশাল্লাহ মানুষ তাঁকে সেই সময় দেবেন। উন্নয়নের ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারো ক্ষমতায় আসবেন।

এ সময় মেয়র লিটন ভোটের দিন সকাল সকাল ভোট কেন্দ্রে যেতে নেতাকর্র্মীদের নির্দেশ দেন।
নৌকা প্রতীকের প্রার্থী ফজলে হোসেন বাদশা বলেন, সব জায়গায় নৌকার জোয়ার উঠেছে। জোয়ার দেখে মনে আমরা নিশ্চিত আগামী ৩০ ডিসেম্বর নৌকার বিজয় সুনিশ্চিত।

জাসদ জেলা সভাপতি মজিবুল হক বকুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মহানগর জাসদ সভাপতি প্রদীব মৃধা, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জেডু সরকার প্রমুখ। সমাবেশের সঞ্চালনায় ছিলেন মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

সমাবেশ শুরুর আগে ১২ নং ওয়ার্ড, ১৯ নং ওয়ার্ড, ২০ নং ওয়ার্ড ও ২২ নং ওয়ার্ড থেকে মিছিল নিয়ে এসে সমাবেশ যোগ দেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। #প্রেস বিজ্ঞপ্তি )#

Comments are closed, but trackbacks and pingbacks are open.