নৌকার পক্ষে মেয়র লিটনের গণসংযোগ

:লীগ প্রতিবেদক: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসনের ১৪ দল ও মহাজোটের প্রার্থী ফজলে হোসেন বাদশা নৌকা প্রতীক বরাদ্দ পেয়েছেন। আজ সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা এসএম আবদুল কাদেরের কাছ থেকে প্রতীক বরাদ্দ পাওয়ার পর প্রার্থী ফজলে হোসেন বাদশাকে সাথে নিয়ে গণসংযোগ করেন ১৪ দলের রাজশাহীর সমন্বয়ক ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

 

 

জানা গেছে, প্রতীক বরাদ্দ পাওয়ার পরই আদালত চত্বরে নৌকার পক্ষে প্রচার মিছিল শুরু হয়। নৌকা নৌকা স্লোগানে আদালত চত্বর মুখরিত করেন আওয়ামী লীগ ও মহাজোটের নেতাকর্মীরা। এ সময় আদালত চত্বর, হড়গ্রাম বাজারসহ আশপাশের এলাকায় গণসংযোগ করেন মেয়র খায়রুজ্জামান লিটন ও প্রার্থী ফজলে হোসেন বাদশা। এ সময় উন্নয়নের প্রতীক নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন তাঁরা।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সহ-সভাপতি মাহাফুজুল আলম লোটন, মুক্তিযোদ্ধা নওশের আলী, মোহাম্মদ আলী কামাল, শফিকুর রহমান বাদশা, মোজাফফর হোসেন, সাংগঠনিক সম্পাদক আসালাম সরকার, আজিজুল আলম বেন্টু, ক্রীড়া সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি লিয়াকত আলী লিকু, নগর জাতীয় পার্টির সভাপতি খন্দকার মোশাররফ হোসেন ডালিম, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুল, মহানগরের সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামানিক দেবু, নগর যুবলীগের সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বাচ্চুসহ মহাজোটের অন্যান্য নেতৃবৃন্দ।(প্রেস বিজ্ঞপ্তি) #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.