ঈশ্বরদীতে কারখানার বর্জ্য ছাইয়ে দুষিত হচ্ছে পরিবেশ

 পাবনা প্রতিনিধি: ঈশ্বরদীর পাবনা রোডে মল্লিক এগ্রোফুড লিমিটেড এর বর্জ্য ছাইয়ের কারনে অাবাসিক এলাকার মানুষের বসবাসের অযোগ্য হয়ে পরছে।
শহরের মধ্য স্হলে পাবনা রোডের হারুখালী মাঠে প্রতিষ্টিত এই মল্লিক এগ্রোফুডের দুষিত বর্জ্য ছাইয়ের কারনে ঈশ্বরদীর সুখ্যাতি পূর্ণ সুগারক্রপস অাবাসিক এলাকার বাসাবাড়িতে বসবাসের অযোগ্য হয়ে পরছে।
শুধু বাসাবাড়িতে নয় উল্লেখিত প্রতিষ্ঠানের বাউন্ডারি ওয়ালের সংলগ্ন ভোকেশনাল ইনষ্টিটিউট, তুথ মার্ফ, ও অাসে পাসের অাবাসিক এলাকার মানুষ যেন অসহায় হয়ে পরছে। বিষয়টি পরিবেশ ” ভুক্তভোগীরা।#
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পাবনা প্রতিনিধি মোঃ ময়নুল ইসলাম।

Comments are closed, but trackbacks and pingbacks are open.